ভাল স্ত্রী হতে চাইলে যে সব বিষয়ের দিকে লক্ষ্য রাখুন

 রমণী

স্বামীর কাছে ভাল স্ত্রী হতে সব নারীই চায় । অনেকেই চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু স্বামীর কাছে ভাল স্ত্রী হতে পারচ্ছেন না। আজ আপনাদের জানাচ্ছি স্বামীর কাছে সফল হতে স্ত্রীর কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় ।

-জগতের সকল ভাল কিছুই আছে আল্লাহপাক/বিধাতার তরফ থেকে। সৃষ্টিকর্তার আশির্বাদ ছাড়া ইহকাল কিংবা পরকালের শান্তি সম্ভব নয় – তাই আল্লাহপাক/বিধাতার কাছে দয়া প্রার্থনা করতে ভুলবেন না ।

-স্বামীকে সম্মান করা বাধ্যতামুলক। আপনার স্বামী সংসারের প্রধান ব্যক্তি। তাকে তার প্রাপ্প অধিকার এবং সম্মান দিন ।

-আপনি যখন স্বামীর সাথে তর্ক করছেন –তখন তার মনে আপনি জলন্ত আগুনে কেরসিন তেল ঢালছেন। “আমি অত্যন্ত দুঃখিত” এ কথা বলে যেকোন পরিস্থিতি দমন করা –এমনকি যদি আপনি সঠিক ও হন ।

-যখন আপনার স্বামী আপনার কিংবা সংসারের জন্য ভাল কোন কাজ করে। তখন তাকে ধন্যবাদ জানান ।

-আপনার স্বামীর সাথে কৌতুক করুন। পুরুষেরা এমন নারী খোজে যে হালকা মনের অধিকারী এবং যার মধ্যে কৌতুকরসবোধ আছে ।

-ঘরে যথাসম্ভব সেজেগুজে থাকুন এবং নিজের সাজগোজ স্বামীকে উৎসর্গ করুন। স্বামীর উদ্দেশ্যে একই রকম ভাবে সুন্দরীর অবয়বে উপস্থিতি স্বামীকে ভালবাসায় আগ্রহী করবে এবং এর মাধ্যমে পরনারীর প্রতি আসক্তি নিয়ন্ত্রন সম্ভব হবে।

- স্বামী কাজ শেষে ঘরে ফিরলে, তাকে হাসিমুখে অভিবাদন করুন এবং তার দিনের খোঁজ-খবর নিন।


7-in-1 Mini Electric Pressure Cooker, Rice Cooker, Steamer, Includes Free App with over 1900 Recipes, Stainless Steel, 3 Quart Electric Pressure Cooker, Rice Cooker, Steamer, Sauté, Includes Free App with over 1900 Recipes, Stainless Steel, 3 Quart

See more on Amazon


সর্বাধিক পঠিত