মোনাজাতের মাধ্যমে খোদার কাছে ব্যাক্তিগত ভুল এর ক্ষমা প্রার্থনা ও প্রভুর কাছে দৈনিন্দিন জীবনের কিছু চাওয়া হয়। মোনাজাত করার জন্য কিছু আদব আছে যেগুলো মেনে দোয়া করলে প্রভুর নিকট বেশি গ্রহনযোগ্য হয়। নিম্নে মোনাজাতের কিছু আদব বর্ণনা করা হল -
১) মোনাজাতের পূর্বে অযু করা বা পরিষ্কার পরিছন্ন হওয়া। |
২) কিবলামুখী বসে মোনাজাত করা । |
৩) মোনাজাতে দুহাত উত্তোলন করা । |
৪) মোনাজাত করার সময় তা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা এবং দৃঢ়তার সঙ্গে মোনাজাত করা । |
৫) বিনয় ও একাগ্রতার সঙ্গে মোনাজাত করা এবং আল্লাহর অনুগ্রহ লাভ ও তার শাস্তি থেকে বাঁচার প্রবল আগ্রহ নিয়ে মোনাজাত করা । |
৬) আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে ধর্না দেয়া এবং নিজের দুর্বলতা, অসহায়ত্ব ও বিপদের কথা আল্লাহর কাছে প্রকাশ করা । |
৭) মোনাজাতে আল্লাহর হামদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দরূদ পেশ করা । |
৮) আল্লাহর সুন্দর নামসমূহ ও তাঁর মহৎ গুণাবলি দ্বারা মোনাজাত করা । |
৯) পাপ ও গুনাহ স্বীকার করে প্রার্থনা করা । |
১০) প্রার্থনাকারী নিজের কল্যাণের জন্য দুআ করবে; নিজের বা কোনো মুসলিমের অনিষ্টের দুআ করবে না । |
১১) সৎকাজের অসীলা দিয়ে মোনাজাত করা । |
১২) বেশি বেশি করে ও বার বার প্রার্থনা করা । |
১৩) সুখে দুঃখে সর্বাবস্থায় দুআ করা । |
মোনাজাত করার সময় যে বিষয়গুলি মনে রাখা প্রয়োজন
ধর্ম ও জীবন