কুরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যাতে লিপিবদ্ধ রয়েছে মানুষের করনীয় তথা হালাল-হারাম, উচিত-অনুচিতসহ সব বিধি-বিধান। বিবাহ করার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয় । বিবাহ করায় রয়েছে কিছু বিধি-বিধান। এক নজরে দেখে নিন ইসলাম ধর্মে যাদের বিয়ে করা হারাম বা নিষেধ -
১. মা |
২. কন্যা |
৩. বোন |
৪. ফুফু |
৫. খালা |
৬. ভ্রাতৃকণ্যা (আপন ভাইয়ের মেয়ে) |
৭. ভগিনীকণ্যা (আপন বোনের মেয়ে) |
৮. দুধ-মাতা (যারা স্তন্যপান করিয়েছে) |
৯. দুধ-বোন (দুধ-মাতার মেয়ে) |
১০. স্ত্রীর মাতা (শাশুড়ি) |
১১. নানি - দাদি |
১২. ঔরসজাত পুত্রের স্ত্রী |
১৩. দুই বোনকে একত্রে বিবাহ করা |
১৪. অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম |
ইসলাম ধর্মে ১৪ শ্রেণীর নারীকে বিয়ে করা নিষেধ
ধর্ম ও জীবন