আমেরিকান প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির মধ্যে কাকতালীয় কিছু মিল!

 ব্যক্তিত্ব

আমেরিকার দুইজন বিখ্যাত প্রেসিডেন্ট লিংকন ও কেনেডির জ়ীবনে ও মৃত্যুর পরবর্তী কিছু ঘটনাতে এতটাই মিল ছিল যে এটাকে কাকতালীয় নাকি পুনরাবৃত্তি বলবেন তা আপনার এখতিয়ারঃ

# লিঙ্কন প্রেসিডেন্ট হন ১৮৬০ সালে আর কেনেডি প্রেসিডেন হন ১৯৬০ সালে। ১০০ বছর পর।

# দুইজনেরই নামের অক্ষর সাতটি করে। L-I-N-C-O-L-N এবং K-E-N-N-E-D-Y

# দুইজন প্রেসিডেন্টকেই গুলি করে হত্যা করা হয়েছিল।

# দুইজনকেই হত্যা করা হয় শুক্রবারে।

# হত্যা করার সময় দুইজনের পাশেই স্ত্রী ছিল।

# লিঙ্কনকে যে থিয়েটারে হত্যা করা হয় সেই থিয়েটারের নাম ছিল ফোর্ড আর কেনেডিকে যেই গাড়িতে হত্যা করা হয় সেই গাড়ির কোম্পানীর নাম ফোর্ড। কিন্তু গাড়িটির নাম ছিল লিঙ্কন।

# লিঙ্কন এবং কেনেডির পরে যারা প্রেসিডেন্ট হন দুইজনই জনসন।লিঙ্কনের পরে প্রেসিডেন্ট হন এন্ড্রু জনসন আর কেনেডির পরে প্রেসিডেন্ট হন লিন্ডন জনসন।

# এন্ড্রু জনসনের জন্ম ১৮০৮ সালে আর লিন্ডন জনসনের জন্ম ১৯০৮ সালে। ঠিক ১০০ বছর পরে।

# লিঙ্কনকে যে হত্যা করে তার নাম জন উইলকস বুথ আর কেনেডিকে যে হত্যা করে তার নাম লি হারভি অসওয়ালড। বুথের জন্ম ১৮৩৯ সালে আর অসওয়ালডের জন্ম ১৯৩৯ সালে। ঠিক ১০০ বছর পর।

# দুইজন হত্যাকারীর নামের বানানেই রয়েছে ১৫ টি করে অক্ষর।